নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-লাগোয়া মিয়ানমার অংশে আবারও গোলাগুলি শুরু হয়েছে। আজ মঙ্গলবার এই সীমান্ত এলাকা থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে চেরারমাঠ এলাকা থেকে এবং সোমবার রাত ৯টা ২০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সীমান্তের ৪২ এবং ৪৩ সীমান্ত পিলার এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, প্রায় এক বছর মিয়ানমারের সীমান্তবর্তী এসব এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে। সূত্র বলছে, জান্তা সরকারের বাহিনী আবারও শক্তি সঞ্চয় করে সেখানে হামলা শুরু করেছে। ফলে গোলাগুলি হচ্ছে।