হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাছান মাহমুদের ভাইয়ের দখলের আরও ১০০ একর জমি উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা জায়গা একের পর এক উদ্ধার করছে বন বিভাগ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে এরশাদের দখলে থাকা ২০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে। দখলে থাকা বাকি জমিও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৯ সালের পর থেকে বড় ভাই হাছান মাহমুদের প্রভাব খাটিয়ে বন বিভাগের মালিকানাধীন একের পর এক পাহাড় থেকে শুরু করে জলাশয়, সমতল ভূমি দখল করতে থাকেন এরশাদ মাহমুদ। দখল করা এসব জমিতে তিনি গড়ে তোলেন পর্যটনকেন্দ্র, বাংলো, বাগান, গয়াল, গরুর খামারসহ নানা স্থাপনা। বিভিন্ন জলাশয় দখলে নিয়ে করেন মাছ চাষ।

বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় খুরুশিয়া রেঞ্জের কর্মীরা চার দিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। গতকাল খুরুশিয়া বিট এলাকায় ১০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়। এই জায়গাগুলো মহিষের চারণভূমি হিসেবে ব্যবহার করতেন এরশাদ মাহমুদ। এর পাশের একটি পুকুর দখল নিয়ে মাছ চাষ করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের সরকার পতনের পর সেখানে স্থানীয় লোকজন ১০টি টিনের ঘর তুলে দখল প্রক্রিয়া চালায়। গতকালের অভিযানে সব ঘর উচ্ছেদ করা হয়। পুকুরের পাড় কেটে পানি বের করে দেওয়া হয়। উদ্ধার করা জায়গায় বনায়ন করা হবে জানান রেঞ্জ কর্মকর্তা আশরাফুল।

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন