হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পোষা খ্যাঁকশিয়ালটির জন্য বেদে বধূর কান্না

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

একটি খ্যাকঁশিয়ালের বাচ্চাকে এক বছর ধরে একটি লালনপালন করে বড় করেছেন হাসিনা আক্তার। তাঁর দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সঙ্গে বেড়ে উঠছিল প্রাণীটি। খাঁচায় রাখা হতো শিয়ালটিকে। প্রাণীটির প্রতি মায়া পড়ে গিয়েছিল হাসিনা ও তাঁর সন্তানদের। কিন্তু আইনের কাছে হেরে গেল তাঁর মায়া। আজ শুক্রবার খাঁচা থেকে উদ্ধার করে শিয়ালটিকে ছেড়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা হাসিনা আক্তার। উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগ হাসিনার বাড়ি থেকে উদ্ধার করে প্রাণীটিকে। এ সময় আর্তনাদ করে কান্নায় ভেঙে পড়েন হাসিনা ও তাঁর দুই শিশু সন্তান! 

উপজেলা প্রশাসনের সূত্র জানা যায়, আজ দুপুরে ইউএনও মো. কামরুজ্জামান শিয়ালটিকে উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। এ সময় শিয়ালের পিছে পিছে ছুটে আসেন বেদে পরিবারের গৃহবধূ হাসিনা ও তাঁর দুই প্রতিবন্ধী শিশু। এ সময় বুকফাটা কান্নায় ভেঙে পড়েন হাসিনা। শত অনুরোধেও কর্মকর্তাদের মন গলেনি। উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা শিয়ালটিকে খাঁচা থেকে মুক্ত করে ছেড়ে দেন। 

তবে হাসিনা আক্তারের পরিবার অসহায় হওয়ায় তাঁকে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। 

হাসিনা আক্তার বলেন, খুব ছোট অবস্থায় তিনি এক ব্যক্তির কাছ থেকে দুটি শিয়াল শাবক কিনে পালন শুরু করেন। কয়েক দিন পর একটি শাবক মারা যায়। একটিকে তিনি লালন-পালন করে বড় করেন। তার দুই প্রতিবন্ধী শিশুর বন্ধু হয়ে উঠেছিল শিয়ালটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘বেদে পরিবারের একজন গৃহবধূ একটি শিয়ালকে দীর্ঘদিন খাঁচায় বন্দী করে রেখেছিলেন, যা বন্যপ্রাণী আইনে অবৈধ। আমরা খবর পেয়ে সেটিকে উদ্ধার করে আজ সন্ধ্যায় নির্জন স্থানে অবমুক্ত করেছি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ