ফেনী প্রতিনিধি
পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের বিয়ের হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয়ের পরিবারের স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার একই হলে তাঁর বিয়ে সম্পন্ন হবে। বিষয়টি ক্রিকেটার সাইফউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।
২৫ বছর বয়সী সাইফউদ্দিন জানান, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে তিনি বিয়ে করছেন। কনে ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। এ সময় তিনি সব শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে নতুন জীবনের জন্য দোয়া কামনা করেছেন।