কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে কাপ্তাই জোন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রিসিপশন গেট থেকে শুরু হয়ে কাপ্তাই নতুনবাজার, লগগেইট প্রদক্ষিণ করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) এসে শেষ হয়।
র্যালিতে কমডোর এম মনির উদ্দিন মল্লিক, ডিজিএফআইয়ের কাপ্তাই শাখার অধিনায়ক লে. কর্নেল আলী আক্কাছ, কাপ্তাই জোনের কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পিডিবির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফসহ সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।