কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছেন নৌবাহিনী সদস্যরা। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল শনিবার সকালে নৌবাহিনীর অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন বন্দরের ৪ নম্বর জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
ওসি আরও বলেন, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজের চারটি কনটেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে।
এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মিজানুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।