ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটারগান ও পাঁচটি গুলিসহ শাহ আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা পৌনে একটার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদক উদ্ধারে অভিযান চালায় র্যাব। এ সময় শাহ আলম নামের এক যুবককে একটি ওয়ান শুটারগান ও ৫টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মো. যোবায়ের বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।’