হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বৃদ্ধা খুন, নাতনি জামাইকে পুলিশে দিল স্থানীয়রা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় গোলতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতনি জামাই মোহাম্মদ আব্দুল্লাহকে (২৮) পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার তমতলায় ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ওই বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত গোলতাজ বেগম ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। আর অভিযুক্ত আব্দুল্লাহ ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বার আউলিয়া পাড়ার মৃত জাকারিয়ার ছেলে। তিনি কক্সবাজার তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজখানার শিক্ষক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও তাঁর স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। গত রোববার (১৩ অক্টোবর) বিকেলে নাতিন জামাই আব্দুল্লাহ এবং নানি শাশুড়ি গোলতাজ বেগমের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে পরদিন সোমবার আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে আঘাত করলে বৃদ্ধা গোলতাজ বেগম গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন ঘাতক আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ