হোম > সারা দেশ > কক্সবাজার

পোশাক পরিবর্তন করতে মা–বাবা হোটেল কক্ষে, সুইমিংপুলে ডুবে সন্তানের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। 

মারা যাওয়া সাফানা খানের বয়স ৩ বছর ৬ মাস। সে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা পৌঁছার পর দুপুর ২টার দিকে অভিজাত হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরে সবাই মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান। 

এ সময় সাফানা খান ও তার ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান। একপর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। 

ওসি বলেন, এ সময় সুইমিংপুলের ওপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মী সাফানাকে উদ্ধার করে। পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়ি যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

রকিবুজ্জামান জানান, শিশুটির মা–বাবা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন। পরে প্রশাসনের অনুমতির পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০