হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে এক রাতে ২৩ বৈদ্যুতিক মিটার চুরি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রাতে বিভিন্ন করাতকল থেকে ২৩ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বাগড়া বাজার থেকে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

জেলা স মিল মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন হাজি বলেন, ‘গতকাল রাতে আমার নিজের মালিকানাধীন দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স মিল থেকে থ্রি–ফেজের ২৩ মিটার চুরি হয়েছে।’

নাছির উদ্দিন আরও বলেন, ‘থ্রি-ফেজের মিটার ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে। চুরির ঘটনায় স মিল ব্যবসায়ীদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, যারা এ চুরির সঙ্গে জড়িত, আমি চাই প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমি থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’

শফিকুর রহমান নামের এক করাতকল ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিনের গতকাল রাতে স মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার স মিলের বৈদ্যুতিক মিটারটি চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’ একই কথা জানিয়েছেন করাতকল ব্যবসায়ী ইমাম হোসেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর আওতায় ফরিদগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা দুঃখজনক। উপজেলায় আগে এমনভাবে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি। যারাই ঘটনাটি ঘটিয়েছে, আমি চাই সংশ্লিষ্ট প্রশাসন অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘মিটার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে চোর শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন