হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করলেন এলাকাবাসী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। গতকাল শুক্রবার কাজ শুরু করে গতকাল শনিবার ৪ নম্বর ওয়ার্ডের হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপরে বাঁশের সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয় বাসিন্দা সাইমং মারমা, উসুইমং মারমা, সানুমং মারমা ও কুশিরাম তঞ্চঙ্গ্যাসহ আরও কয়েকজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে উজান থেকে নেমে আসা ঢলে এই বাঁশের সাঁকো ভেসে যায়। সপ্তাহখানেক আগে পাহাড়ি ঢলে সাঁকোটি পানির স্রোতে ভেসে যায়। তাই তাঁরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং নিজেদের অর্থে এখানে নতুন একটি সাঁকো তৈরি করেছেন। এখানে একটা স্থায়ী সেতু তৈরির দাবি জানান তাঁরা।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক বলেন, হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপর বাঁশের সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২০০ মানুষ ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতরপাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুনর্বাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি নতুন সাঁকো নির্মাণ করেছেন।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে বাঁশের সাঁকো ভেঙে যায়। এখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০