রামু (কক্সবাজার): কক্সবাজার রামু উপজেলার সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে সাত মামলার আসামি মুনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২ জুন) বিকেলে রামু থানা-পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
রামু থানা-পুলিশ সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন ০৭টি মামলায় পলাতক ছিল আসামি সাদ্দাম হোসেন প্রকাশ মুনিয়া (২৫)। পূর্ব মেরংলোয়ার মৃত আমীর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।
আত্মগোপনে থেকে নানান অপরাধ পরিচালনা করে আসছিল মুনিয়া। রামুতে বেশির ভাগ অপরাধের ক্ষেত্রে এই আসামি জড়িত বলে দাবি করেন রামু থানা–পুলিশ।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তারা।