সীতাকুণ্ডে বিএনপির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০: ৪০
মীর মোহাম্মদ আরমান হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীর মোহাম্মদ আরমান হোসেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

আরমান হোসেনের মূল বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় পরিবার নিয়ে বাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানান, রাতে ছিন্নমূল বস্তি এলাকার একটি চা-দোকানে বসে চা-পান করছিলেন বিএনপি নেতা আরমান। এ সময় তাঁর মোবাইল ফোনে কল এলে তিনি কথা বলতে বলতে ঘটনাস্থল থেকে উঠে যান। চা-দোকান থেকে যাওয়ার কিছুক্ষণ পর বস্তির অদূরে অন্ধকার স্থানে তাঁর চিৎকার শোনা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে আরমানের দুই পায়ের রগ কাটা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত দেখতে পান। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি নয়ন বলেন, বিএনপির নেতা আরমানকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা। যে মোবাইল ফোনে কল করে আরমানকে ডেকে নিয়ে গেছে, তাকে চিহ্নিত করতে পারলেই হত্যার সঠিক কারণ বেরিয়ে আসবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে বিএনপির নেতার হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড-মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১