হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। 
 
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে। 

নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না। 

সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান। 

সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়। 

আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন