হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গতকাল শনিবার ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। এর পর ওই মিষ্টি কুমড়া কেটে বিক্রি ও বিতরণ করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করেন, কুমড়াটি ভোলাছোলা গ্রামে উৎপাদিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে সংবাদকর্মী ও সাধারণ মানুষ দলে দলে কুমড়া ও কৃষকের সন্ধানে ছুটে আসেন। তবে স্থানীয় বাসিন্দা ক্যাজহ্লা মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকা থেকে মাইজভান্ডার দরবারের গত শনিবার ভক্তরা গেলে সেখানে একদল ভক্ত এটি বিক্রি করতে চান। ওই সময় তাঁরা আরও জানান, বিক্রমপুর থেকে আসা একদল ভক্ত মিষ্টি কুমড়াটি ছদকা দেন। পরে এখানকার ভক্তরা ১৮০০ টাকা দিয়ে কুমড়াটি কিনে নিয়ে আসেন।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আসা এক সংবাদকর্মী জানান, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যে জানতে পারি ৬৬ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি পাহাড়ি জনপদে উৎপাদিত হয়েছে। ফলে এ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছুটে আসা। আসলে এটি পাহাড়ের নয়, বরং বিক্রমপুরের মিষ্টি কুমড়া।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন