নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কাস্টমস পুরোপুরি অনলাইননির্ভর। ইন্টারনেট সংযোগ না থাকায় চট্টগ্রাম কাস্টমস শুল্কায়ন করতে পারেনি। ফলে কনটেইনার খালাস দেওয়া সম্ভব হয়নি। চলমান পরিস্থিতিতে কনটেইনার ডেলিভারি নিতে বিলম্ব হওয়ায় যে অতিরিক্ত মাশুল আসবে, তা মওকুফ করা যায় কি না, সেটি নৌপরিবহন মন্ত্রণালয় বিবেচনা করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ (চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল) টার্মিনালে শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের ৬ হাজার ৭০০ শ্রমিকের মধ্যে চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘চলমান পরিস্থিতিতে সার্বিক অর্থনীতিতে বিরাট ক্ষতি হয়েছে। আমাদের পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, এই ধাক্কা কাটিয়ে ওঠার সক্ষমতা তাঁদের রয়েছে।’