Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ায় ঢাকা-পেন্নাই-হোমনা সড়কের পাশে গৌরীপুর এলাকায় ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। খোলা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ বের হওয়ায় আশপাশ দিয়ে পথচারীরা যেতে পারছেন না। দুর্গন্ধের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বসা কষ্টকর হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

সরেজমিনে আজ শনিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক সময় ভাগাড় থেকে ময়লা এনে কুকুরের দল সড়কের মধ্যে ফেলে রাখে। এ কারণে যানবাহনও পিছলে যাওয়ার ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। 

উপজেলার আঙ্গাউড়া এলাকার দোকানদার আব্দুল্লা বলেন, সড়কের পাশে গৌরীপুর বাজারের ময়লা-আবর্জনা নিয়মিত ফেলে স্তূপ তৈরি করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের সমস্যা হচ্ছে। 

সড়ক দিয়ে চলাচলকারী অটোরিকশার চালকেরা বলেন, ভাগাড় থেকে প্রায়ই কাক-কুকুর আবর্জনা নিয়ে সড়কে ফেলে রাখে। তখন সাবধানে গাড়ি চালাতে হয়। 

গৌরীপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, বাজারের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে ভয়ে ভয়ে অতিক্রম করতে হচ্ছে। 

পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য এম এ মতিন সৈকত বলেন, সড়কের পাশে ময়লা ফেলা কোনোভাবেই ঠিক নয়। এসব বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সড়কের ওই অংশে দিয়ে চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে। 

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সরকার আজকের পত্রিকাকে বলেন, শিগগিরই সড়কের এ অংশের ময়লা পরিষ্কার করা হবে। ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, গৌরীপুর এলাকার মতো এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার স্তূপ রয়েছে যা খুবই দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার