হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা চেয়ারম্যানঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার রাত ৯টার দিকে পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারে ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার নুরুল আমিন (২৭)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী মার্সা পরিবহনের বাস নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলীর আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারের ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আমিন (২৭), বৈলতলীর রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২) ও চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫) আহত হন। 

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর তাসিফ ও নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা চিকিৎসাধীন অবস্থায় আছে। 

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২ জনের সুরতহাল রির্পোট তৈরি করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন