নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ি সীমান্তেও গোলাগুলির শব্দ শোনা গেছে। দৌছড়ি ইউনিয়নের ৫১-৫২ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে গতকাল বুধবার সকাল ৯টা ২০ মিনিট থেকে পরপর ৪টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয়রা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে সেখানে গিয়েছিলেন তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফিল্ড অফিসার মোহাম্মদ রেজা। তিনি জানান, সীমান্ত এলাকার কাছাকাছি এলাকায় তাঁদের কোম্পানির অধীনে তামাক চাষ করেন অনেকে। ওই চাষের জমি দেখভাল করতে তাঁকে যেতে হয় সেখানে। তাই তিনি প্রতি দিনের মতো বুধবার সকালে দৌছড়ি ইউনিয়নের পাইনছড়িতে গেলে মিয়ানমার থেকে আসা বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজ শুনতে পান।
বিজিবি অধিনায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।