Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুমার নামাজে যাওয়ার পথে কাঁধে ধাক্কা, কুবির দুই হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

কুবি প্রতিনিধি

জুমার নামাজে যাওয়ার পথে কাঁধে ধাক্কা, কুবির দুই হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

জুমার নামাজের যাওয়ার পথে ‘সাইড’ চাওয়াকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রায়হান আহমেদ (ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ-১৩ ব্যাচ) নামাজে যাওয়ার পথে বঙ্গবন্ধু হল গেটের সামনে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সেলিম আহমেদকে (লোক প্রশাসন বিভাগ-১৪ ব্যাচ) সাইড দিতে বলেন। এ সময় সেলিম আহমেদের কাঁধে ধাক্কা লাগে। 

নামাজ শেষে এ নিয়ে সেলিম ও রায়হানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম, সেলিমের বন্ধু মাহবুব ও রায়হান উত্তেজিত হয়ে ওঠেন। দুই হলের শিক্ষার্থীরা জড়ো হলে হাতাহাতি শুরু হয়। এ সময় মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ দুই হলের ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সেলিম আহমেদ বলেন, ‘আমি আমার সিনিয়র ভাইয়ের সঙ্গে নামাজে যাচ্ছিলাম। তারপর উনি (রায়হান) এসে আমাকে ধাক্কা মারে এবং তুই বলে সম্বোধন করে। আমি ওনাকে (রায়হান) আগে থেকে চিনতাম না। তারপর নজরুল হলের বড় ভাইদের বলি উনি (রায়হান) কেন আমাকে ধাক্কা মেরেছে? তারপর নামাজ শেষে এসে আমাকে বলে তুই কে? আমাকে চিনোস?’ 

তবে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রায়হান আহমেদ। তিনি বলেন, ‘আমি নামাজ পড়তে যাচ্ছিলাম। তারা তিন-চার জন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল। আমি শুধু বলেছি যে, একটু সাইড দেন নামাজে যাব। এখানে ধাক্কা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’ 

এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আমি নামাজ পড়ে বের হয়ে দেখি দুই হলের ছেলেদের মধ্যে উত্তেজনা চলছে। আমি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেই। পরবর্তীতে আমরা মীমাংসায় বসে মূল ঘটনা জেনে এর সুষ্ঠু সমাধান করব।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বিষয়টা জানতে পেরে আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই। যেহেতু বিষয়টা সমাধান হয়ে গেছে, তারপরও আমরা এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলব। আসলে নামাজের পর এমন ঘটনা মোটেও কাম্য নয়।’

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক