নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ ব্লেড দিয়ে কেটে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি ওই এলাকার আবুল ফজলের ছেলে। তাঁর স্ত্রীর নাম রেশমা আক্তার (২৩)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগে তাঁর স্ত্রী রেশমা আক্তার স্বামীর অণ্ডকোষ ব্লেড দিয়ে কেটে জখম করেন। এ সময় জয়নাল আবেদীনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অণ্ডকোষটি বিচ্ছিন্ন হয়নি। খবর পেয়ে রেশমা আক্তারকে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নেন চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদ্দাম হোসেন বলেন, ‘জয়নাল আবেদীনকে অণ্ডকোষ কাটা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জায়গাটিতে সেলাই দেওয়া হয়েছে। তিনি শঙ্কা মুক্ত। আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল কয়েক দিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে অণ্ডকোষ কাটার চেষ্টা করেন। তবে নিচের অংশ অনেকটা কেটে গেছে। আহত জয়নালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী পুলিশের হেফাজতে রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’