হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রাত ৮টার পর মাইক বাজিয়ে নৌকার প্রচারণা, ২ জনকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনে নিয়ম ভঙ্গ করে মাইকে নির্বাচনী প্রচারণা চালানোয় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, সরঞ্জাম ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন। 

তিনি বলেন, ‘রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি ২০০৮-এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ 

শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নির্বাচনী প্রচারের নীতিমালা অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণার সময় নির্ধারণ করা আছে। কিন্তু রাত ৮টার পরেও নীতিমালা ভঙ্গ করে নৌকা প্রতীকে মাইকে প্রচারণা চালানো হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করেছেন আটককৃতরা। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের নির্দেশনায় প্রচারকারী, অটোরিকশাচালক ও মাইক জব্দ করা হয়েছে। 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত বসিয়ে তাঁদের জরিমানা করা হয়।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার