হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মঞ্চস্থ হলো ‘বন্দি নম্বর-৭৩’

ফেনী প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর নবনির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’ ফেনীতে মঞ্চায়িত হয়েছে। ফেনী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নাটকটি মঞ্চায়িত হয়। ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনীর ওপর ৬৪ জেলায় ৬৪টি মঞ্চনাটক নির্মিত হয়। তারই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেলজীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’। 

নাটক পরিবেশন করেছেন রেপার্টরি নাট্যদল ফেনীর ২৩ জন নাট্যকর্মী। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান, নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন সাইমুম। জেলা প্রশাসক ও নাটকের প্রধান উপদেষ্টা মো. আবু সেলিম মাহমুদ-উল হাসান। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এস এম টি কামরান হাসান। 

নির্দেশক নাসির উদ্দিন সাইমুম বলেন, ``আমরা নাটকটি শিল্পসম্মত করার জন্য চেষ্টা করেছি। নাটক 'বন্দী নম্বর-৭৩'-এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছেন। তিনি আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে জাগরুক হয়ে থাকবেন।"

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাকসুদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও সংগঠক ইকবাল চৌধুরী, প্রবীণ সংগীত শিল্পী শান্তি চৌধুরী, প্রবীণ নাট্যশিল্পী নারায়ণ নাগ, গণমাধ্যমকর্মী বখতেয়ার মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরজিৎ দাশ টুটুল, বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথ, রাজীব সরোয়ার, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, সংগঠকসহ শতাধিক দর্শক। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ