Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ‘খুঁটি গেড়ে বসা’ ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ‘খুঁটি গেড়ে বসা’ ৫ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. তাওয়ারিক আলম, উপকলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন, সহকারী সচিব (১) মো. সাইফুদ্দিন ও নিরীক্ষা কর্মকর্তা মৃণাল চন্দ্র নাথ। 

প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলির কোনো কারণ দেখানো হয়নি। তবে শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা নেয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে এই পাঁচজনকে প্রথম বদলি করা হলো। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেতনের বাইরেও বেশ ভালো অঙ্কের বোনাস পেয়ে থাকেন। ফলে বোর্ডে প্রেষণে আসতে তদবির করেন অনেক শিক্ষক। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বোর্ডে থাকার চেষ্টাও চালিয়ে যান। শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে খুঁটি গেড়ে বসা এ ধরনের কর্মকর্তাদের তালিকা তৈরি করেই এবার ব্যবস্থা নিচ্ছে।

বদলির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পদগুলোতে পদায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোছাইনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা), বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিককে উপকলেজ পরিদর্শক, সরকারি হাজি এ বি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্তকে সহকারী সচিব (১) পদে পদায়ন করা হয়েছে। তবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কর্মকর্তা পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার