হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ঘরে লাগা আগুনে পুড়ে মো. আবু তাহের (৭০) নামের পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. আবু তাহের ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে মো. আবু তাহেরের বাড়িতে আগুন লাগে। কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত বলে ঘর থেকে বের হতে পারেননি। আগুন লাগার সময় তাঁর স্ত্রী ও সন্তানেরা পাশের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। আগুনের খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে রাত ২টার একটু পরে। এরপর আগুন নিয়ন্ত্রণ আনা গেলেও টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘরটি পুরোপুরি পুড়ে যায় এবং ঘর থেকে বের হতে না পারায় আবু তাহের পুড়ে মারা যান। 

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। এ সময় তিনি আবু তাহেরের পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল ও দুটি কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য স্বপন বড়ুয়া ও সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা উপস্থিত ছিলেন। 

এ নিয়ে জানতে চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা রাত দেড়টার দিকে আগুনের খবর পাই। পরে কাপ্তাই থানার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছাই ২টার কিছু পরে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ঘরটির অধিকাংশ পুড়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধ মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ