Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশ মিনিটে ছাই দিনমজুরের ঘর

প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

বিশ মিনিটে ছাই দিনমজুরের ঘর

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাটাপাড়ি নদী সংলগ্ন চর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরের মালিক মো. মুবিন। তিনি মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার নুর কাদেরের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

মুবিনের স্ত্রী রোজিনা আকতার বলেন, মধ্যরাতে হঠাৎ স্বামী চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। তখন চারদিকে আগুন দেখতে পেয়ে বাচ্চাদের নিয়ে আমি বেরিয়ে পড়ি। বিশ মিনিটের মধ্যে চোখের সামনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন সন্তান নিয়ে এখন আমাদের মাথা গোঁজার টাই নাই।

দিনমজুর মো. মুবিন বলেন, পাঁচ বছর আগে মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া থেকে পরিবার নিয়ে এখানে এসে বসতি শুরু করি। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নগদ টাকা ও আসবাব মিলিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে হয়ে গেছেপ্রতিবেশী হাসিনা বেগম বলেন, চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে দেখি মুবিনের ঘর আগুনে পুড়ছে। ঘরটি কাঠ আর বাঁশে দিয়ে তৈরি হওয়াতে মুহূর্তেই সবকিছু আগুনে পুড়ে যায়। বিশ মিনিটের মধ্যে তা ছাইয়ে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পেকুয়া স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বড়ুয়া বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত