হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৬ লাখ টাকার তথ্য গোপন, চট্টগ্রামে শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২৬ লাখ টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৪ হাজার টাকা সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে পাটকল শ্রমিকনেতা আব্দুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এই মামলা করেন।

অভিযুক্ত আব্দুল নবী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকার বাসিন্দা। পাটকল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

দুদকের এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে ২৭ জুলাই অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল আব্দুল নবী ওরফে লেদুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয় দুদক। ২০২৩ সালে ৫ জুলাই তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।

সম্পদ বিবরণীতে অভিযুক্ত ব্যক্তি ৩৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৯ লাখ ২৪ হাজার ৮৬ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এ সময় দুদক সম্পদ বিবরণী অনুসন্ধান চালিয়ে তাঁর বিরুদ্ধে ২৬ লাখ ১৪ হাজার টাকা স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৬ লাখ ৬৪ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলের অভিযোগ আনা হয়।

দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। দুদক বলেছে, ১৯৭৬ সালে আব্দুল নবী ওরফে লেদু বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে চট্টগ্রামের আমিন জুট মিলের কার্পেট বিভাগে একজন শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা লেদু বর্তমানে একাধিক বাড়ির মালিক, পরিবহন ব্যবসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ব্যাংক-ব্যালেন্সের মালিক হয়েছেন।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ