হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের উৎপাদনে কেপিএম, গ্যাসসংকটে বন্ধ ছিল ৭ দিন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন গতকাল রোববার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উৎপাদন টানা সাত দিন বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান। 

গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কে এম আনিসুজ্জামান। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাসসংকট সৃষ্টি হয়। 

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গতকাল রোববার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি। রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়। 

কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়। 

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এত দিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন খারাপ ছিল। প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে রোববার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেশার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন