হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতায়িত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তৌহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই রবিউল ইসলাম (৯) গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার দুলা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তৌহিদুল ইসলাম ও আহত রবিউল ইসলাম দুলা মিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির পর অন্য ছেলেদের সঙ্গে বাড়িতে খেলছিল দুই ভাই। বেলা ১১টার দিকে নিজেদের বসতঘরের পাশের একটি সুপারিগাছের নিচে খেলা করার সময় দুই ভাই সুপারিগাছ বেয়ে ঘরের টিনের ওপর ওঠার চেষ্টা করে। এ সময় দুই ভাই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রবিউলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, বসতঘরে বিদ্যুৎতের তার থেকে তাদের ঘরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে দুই ভাই টিনের চালে উঠলে বিদ্যুতায়িত হয়। নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ