Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জে অ্যাম্বুলেন্সকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জে অ্যাম্বুলেন্সকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকায় আজ সোমবার একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা আবু নূর মোহাম্মদ মাসুম (৩৮) নামের এক আয়ুর্বেদিক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ভাই মাসুদ রানাসহ (৫০) তিনজন। 

আজ সকাল সাড়ে ৮টার দিকে সেতুভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্সের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নূর মোহাম্মদ মাসুম লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, আজ সকালে লক্ষ্মীপুর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ফেনীতে যাচ্ছিলেন চিকিৎসক আবু নূর মোহাম্মদ মাসুম। পথে অ্যাম্বুলেন্সটি বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা পশ্চিম বাজারে পৌঁছালে এর সামনে থাকা একটি ব্যানার চাকায় পেঁচিয়ে যায়। এতে সড়কে হঠাৎ অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে যায়। এ সময় পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। দুমড়েমুচড়ে উল্টে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসক মাসুম ঘটনাস্থলে নিহত হন এবং তাঁর ভাই ও চালকসহ তিনজন আহত হন। হতাহতরা অ্যাম্বুলেন্সে ছিলেন।

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু