হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় হাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান। 

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়া এলাকায় হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি। 

মারা যাওয়া নারীর নাম জনু আরা বেগম (৩৬)। তিনি ওই এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী। 

কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে বের হন জনু আরা বেগম। এতে দলছুট একটি হাতির সামনে পড়ে গলে হাতিটির আক্রমণের শিকার হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় তিনি। 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ