হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কের দুপাশজুড়ে রাখা গাছের গুঁড়ি, দুর্ভোগে পথচারীরা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে স মিলের গাছের গুঁড়ি সড়কের দুপাশে ফেলে রাখায় মরণফাঁদে পরিণত হয়েছে। ওই সব গুঁড়ির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী ও জনসাধারণ। তবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, চাঁদপুর থেকে লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ উপজেলার অংশে প্রায় ১০ থেকে ১৫টি স্থানে স মিল ও কাঠ ব্যবসায়ীরা গণমানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে বড় বড় আকারের গাছের গুঁড়ি সারিবদ্ধভাবে ফেলে রেখেছেন। আবার অনেক সময় ওই সব গাছের গুঁড়ি ব্যবসায়ীদের ইচ্ছামতো সড়ক বন্ধ করে লোড-আনলোড করা হচ্ছে। এতে সড়ক দিয়ে চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। বিশেষ করে ফরিদগঞ্জ পৌর এলাকার টিঅ্যান্ডটি মোড়, কামিন ডাক্তার ব্রিজ, গৃদকালিন্দিয়া বাজারের উত্তর পাশ, ধানুয়া বাজারের পশ্চিম পাশ ও উপজেলা সদর থেকে খাজুরিয়া বাজার অভিমুখে ফেলে রাখা অসংখ্য গাছের গুঁড়ি। ফলে প্রতিদিন বিভিন্ন যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

গৃদকালিন্দা ও খাজুরিয়া এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, মানুষের চলাচলের পথ বন্ধ করে সড়কের পাশে স মিলের গাছের গুঁড়ি রেখে মরণফাঁদে পরিণত করেছেন গাছ ও কাঠ ব্যবসায়ীরা। দ্রুত সময়ের মধ্যে সড়কের দুপাশে রাখা গাছের গুঁড়ি সরানো না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ সমস্যা সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের চোখে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তাঁরা।

মিতু আক্তার নামে এক কলেজশিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের পাশ দিয়ে হাঁটার স্থানে গাছের গুঁড়ি রাখা হয়। বাধ্য হয়ে আমাদের সড়কের মাঝ বরাবর হাঁটতে হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সমিলের দুজন ব্যবসায়ী বলেন, ‘বন কর্মকর্তাকে ম্যানেজ করেই সড়কের পাশে গাছের গুঁড়ি রেখেছি। তাই আমাদের সমস্যা হয় না।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক রেখে গাছের গুঁড়ি লোড-আনলোড করা পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এটি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

ম্যানেজ করে সড়কের পাশে গাছের গুঁড়ি রাখার বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা বন কর্মকর্তা কাউসার মিয়া বলেন, বন বিভাগ কোনো কাঠবোঝাই ট্রাক বা স মিল থেকে কোনো চাঁদা নিচ্ছে না। অভিযোগটি সঠিক নয়। তবে হয়তো কেউ রান্নার জন্য লাকড়ি আনতে পারে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে অবৈধ প্রক্রিয়ায় গাছ আহরণ, সড়কের ওপর গাছের গুঁড়ি সংরক্ষণ ও ট্রাকে লোড-আনলোড বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন