উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশি শুভেচ্ছা দূত তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন।
আজ সোমবার দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কথা শোনেন। এ সময় নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান এই সংগীতশিল্পী।
এর আগে সকালে তাহসান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান, সেখানে রোহিঙ্গা আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি উখিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সফরের অভিজ্ঞতার বর্ণনা করেন।
২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান খান। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে এই সংগীতশিল্পীকে নিযুক্ত করে সংস্থাটি।