কক্সবাজার থেকে ক্রিস্টাল মেথ পাচার করা হচ্ছে ঢাকায়—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ এরশাদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানা-পুলিশ। রোববার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
জানা গেছে, এরশাদ কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় একটি মক্তবের শিক্ষক।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মইজ্জ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
এরশাদের বরাত দিয়ে ওসি দুলাল বলেন, এরশাদ ৫০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ঢাকায় ক্রিস্টাল মেথ পাচার করছিল। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং সিমকার্ড উদ্ধার করা হয়। এরশাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।