Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করছেন জেলার সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

পরে পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শুক্রবার ভোর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে শহীদ মিনারে আসেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাঁরা শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকের দিনটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষার জন্য সালাম, বরকত জব্বারসহ যারা জীবন দিয়েছেন, তাঁদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। ভাষার জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন হয়েছিল।’

দিবসটি উদ্‌যাপনে জেলার পাঁচটি উপজেলায় সকাল থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলার বিভিন্ন স্কুল-কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

২০ বছরেও চাকরি স্থায়ী হয়নি ১১৬ জনের

পাহাড়ে জলকেলিতে মাতল মারমারা

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

হামলা মামলায় চট্টগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

শিশু আদিবা হত্যা: রিকশাচালক গ্রেপ্তারের পর সাবেক ইউপি সদস্য উধাও

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত