সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। তাতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে মীরসরাই পৌর সদরে এই হামলার ঘটনা ঘটে। মেলার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
নিহত যুবদল নেতা মুন্না মীরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ছিলেন মীরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক।
এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীরসরাই স্টেডিয়ামের বাণিজ্য মেলায় গতকাল সোমবার রাতে মীরসরাই পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হুসাইনের অনুসারীরা অবস্থান নেয়। একই সময়ে পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে তাঁর অনুসারীরাও অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তাতে বিএনপি নেতা কামরুল হাসানের অনুসারী এক কর্মী আহত হন। পরে কামরুলের অনুসারীরা জাহিদের বাড়ি ও তাঁর অনুসারীদের ওপর হামলা চালান। তাতে ১০-১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, হাসপাতালে আনার আগেই মুন্নার মৃত্যু হয়েছে। গুরুতর আহত শাকিল, আসিফ, ইয়াসিন, বাবু ও রাশেদ নামে যুবদলের পাঁচ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মেলা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। মীরসরাই স্টেডিয়ামে আয়োজিত এ মেলায় তাদের কোনো সমর্থন ছিল না। তার পরও প্রশাসন কীভাবে এটার অনুমতি দিয়েছে, তা তিনি জানেন না। জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক বিরোধের কারণে হয়নি বলে দাবি করেছেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন। তিনি বলেন, মূলত মেলার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে প্রাণ হারান যুবদল নেতা মুন্না। নিহত মুন্না পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হুসাইনের অনুসারী ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ বিষয়ে জানতে পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হুসাইনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে আটক করেছে। হামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।