হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ের লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ শুরু 

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়াতে রাঙামাটির ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে চেয়ে পার্বত্য চট্টগ্রামে লেবু জাতীয় ফলের চাষ বেড়েছে। এক সময় নির্দিষ্ট এলাকায় এসব লেবু জাতীয় ফল চাষ হলেও এখন সবখানে চাষ হচ্ছে। এতে করে চাষিরা লাভবান হচ্ছে।

তপন কুমার পাল আরও বলেন, রাঙামাটির নানিয়াচরের কমলা এখন পুরো দেশে জনপ্রিয় কমলা হিসেবে পরিচিতি। পাশাপাশি লেবু, জাম্বুরার উৎপাদন বেড়েছে। এসব লেবু জাতীয় ফল স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। পাহাড়ে যেহেতু অনাবাদি জমি পড়ে আছে সেগুলোতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। কারণ এ লেবুজাতীয় ফল চাষ এখন লাভজনক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা, রাঙামাটি বনরুপা হর্টিকালচারে উপপরিচালক কাজী শফিকুল ইসলাম।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ