হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনতলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব বলেন, ‘পরিবারে একমাত্র উপার্জন করত আমার ভাতিজা হুজাইফা। চার বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মা ও তিন বোন রয়েছে।’ 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, ‘এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হুজাইফা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন