হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনতলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব বলেন, ‘পরিবারে একমাত্র উপার্জন করত আমার ভাতিজা হুজাইফা। চার বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মা ও তিন বোন রয়েছে।’ 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, ‘এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হুজাইফা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ