Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুদামে মিলল ১২ টন টিসিবি পণ্য, ব্র্যান্ডের নামে বিক্রি হতো দোকানে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গুদামে মিলল ১২ টন টিসিবি পণ্য, ব্র্যান্ডের নামে বিক্রি হতো দোকানে

চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়। 

দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)। 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’ 

ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’ 

ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি। 

পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম