Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীর বালিশে তল্লাশি চালিয়ে ৯৭০টি ইয়াবা উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নারীর বালিশে তল্লাশি চালিয়ে ৯৭০টি ইয়াবা উদ্ধার

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে আলেয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই নারীর সঙ্গে থাকা একটি বালিশ থেকে ৫টি আলাদা প্যাকেট থেকে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সুধারাম মডেল থানাসংলগ্ন মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির ছিন্নমূল এলাকার সুলতান মিয়ার মেয়ে। 

জানা গেছে, আলেয়া বেগম গত রোববার কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সোমবার রাতে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে নজরদারিতে রাখা হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী ও পরে ফেনী থেকে বাসযোগে চৌমুহনী চৌরাস্তায় আসেন আলেয়া বেগম। 

সেখান থেকে গাড়ি পরিবর্তন করে সিএনজিযোগে দুপুরে মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে নামেন আলেয়া। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই স্থানে পৌঁছে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি বালিশের ভেতরে তল্লাশি চালিয়ে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করত। বেগমগঞ্জের রামগঞ্জের এক মাদক কারবারি ইয়াবাগুলো পৌঁছে দিতে মাইজদীতে আসেন আলেয়া। এ ঘটনায় আটক নারী ও ওই মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক