Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মূল ফটকসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন লেখার প্ল্যাকার্ড ছিল। সেখানে লেখা ছিল, ‘সাস্ট কেন রক্তাক্ত’, ‘শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘স্বৈরাচারী ভিসির পদত্যাগ চাই’। 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহন চক্রবর্তী বলেন, ‘অভিভাবকেরা যদি আমাদের কথা না শোনেন, উল্টো আমাদের ওপর ব্যবস্থা নেন, তাহলে এমন অভিভাবকের প্রয়োজন নেই। আমাদের দাবি একটাই, সাস্টের ভিসির পদত্যাগ চাই।’ 

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, ‘সাস্টে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁদের রক্ত দেখেও যদি আমরা চুপ থাকি, তাহলে বুঝতে হবে জাতির বিবেক মরে গেছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় একেকটি ক্যান্টনমেন্ট, প্রত্যেক শিক্ষার্থী একেকটি মাইন। এমন অদক্ষ ভিসির অপসারণ চাই। মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে যেন শিক্ষার্থীবান্ধব ও দক্ষ ভিসি জেন নিয়োগ দেওয়া হয়।’ 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু হয়। গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় গতকাল রাত থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন