হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে আরও ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়ায় যেখানে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা, সেখানে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে। এ সময় ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। আজ সোমবার সকাল থেকে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। 

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের তথ্যমতে, সোমবার প্রায় এক দশমিক ৫৩ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। এ সময় ৬৫০ জন অবৈধ দখলদারকে সরিয়ে উচ্ছেদ করা হয় ৫৬৫টি অবৈধ স্থাপনা। উচ্ছেদের মধ্যে আছে সেমিপাকা ও টিনশেড ঘর। রয়েছে দোকানপাটও। 

গতকাল রোববারও এক দশমিক ৭৭ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৮৩৭ টি। 

গত বছর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি জানাজানি হওয়ার পর চট্টগ্রামের মানুষ এর প্রতিবাদ জানায়। প্রায় এক বছর বিভিন্ন ব্যানারে হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ হাসপাতালটি নির্মাণ করছে। প্রথমে বর্তমানে রেলওয়ে হাসপাতালের পাশে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা থাকলেও, প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রেলওয়ে। 

এখন গোয়ালপাড়া-তুলাতলী এলাকায় হাসপাতালটি নির্মাণ হবে বলে জানিয়েছে রেলওয়ে। সেখানে তিন একর জায়গাজুড়ে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছে দখলদাররা। সেখানে স্থাপনার সংখ্যা ৩ হাজারের বেশি। সাবলাইন টেনে রেলওয়ের বিদ্যুৎ ব্যবহার করায় মাসে কয়েক লাখ টাকা গচ্চা যাচ্ছে রেলওয়ের। 

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আর উচ্ছেদ হবে না। পরে অন্য জায়গায় উচ্ছেদ করা হবে।’ 

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন