খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের হাজাছড়ার দক্ষিণপাড়ায় বুলডোজার দিয়ে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বুলডোজার দিয়ে প্রকাশ্যে পাহাড় কেটে তিনটি ট্রলি ও দুটি ড্রামট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে। এতে একটি বসতবাড়ি পড়েছে ঝুঁকির মধ্যে। ওই বাড়ির মালিক মঞ্জুরুল (৪৫) বলেন, তিনি বাধা দেওয়ার পরও তারা পাহাড় কাটছে। বর্ষায় আমার বসতঘর ভেঙে যাবে।
পাহাড়ের মালিক ইসমাইল হোসেন (২৮) জানান, পাহাড়ের মাটি কেটে স্থানীয় একটি সেতুতে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারার ৬ (খ)তে স্পষ্ট বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাহাড় কাটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।