হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় টেকনাফ এল ৩৬ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৫২
রোববার দুপুরে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা টেকনাফে অনুপ্রবেশ করে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমার থেকে মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৬ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে। আজ রোববার দুপুরে উপজেলার সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।

স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম বলেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তারা মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি মাছ ধরার নৌকায় প্রবেশ করে। তাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। এ ছাড়া সমুদ্র উপকূলের বাহারছড়া ঘাটের অদূরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ভাসছে বলে জানা গেছে।

অনুপ্রবেশ করা দোস্ত মোহাম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবক জানান, তাঁরা মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাইচং এলাকার বাসিন্দা। সেখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে একটি কাঠের নৌকায় করে পাঁচ দিন আগে তাঁরা মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে রওনা হন। চার দিন সাগরে ভাসার পর আজ ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে একটি মাছ ধরার নৌকা দিয়ে তাঁদের নৌকাটি টেনে এনে ঘাটে ভেড়ান।

রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যবস্থা নিচ্ছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সমুদ্রপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরে সমন্বয়কদের উদ্দেশে দেয়ালে লেখা, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’

চকরিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশে সোপর্দ

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বাস উপহার দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক