হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ ঢাকা থেকে গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

গ্রেপ্তার মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী। ছবি: সংগৃহীত

নোয়াখালী চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহপাটওয়ারীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেনের (আগুন) মৃত্যুর প্রায় সাড়ে আট বছর পর গত ১৬ অক্টোবর নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীরের ভাই গোলাম মাওলা বাদী হয়ে মামলা করেন। নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্যসহ এইচ এম ইব্রাহীমসহ ২৯ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় সাবেক মেয়ের মোহাম্মদ উল্লাহকে ২ নম্বর আসামি করা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, ঢাকা থেকে পুলিশ মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে, তবে তাঁকে এখনো থানায় বা কোর্ট পাঠানো হয়নি।

উল্লেখ্য, এই মামলা হওয়ার পর সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনিসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনিত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। একই সাথে তাদের কে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন