Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের ওপর হামলা, চবি ছাত্রলীগের ছয় নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চবি সংবাদদাতা

শিক্ষার্থীদের ওপর হামলা, চবি ছাত্রলীগের ছয় নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, থানার বাইরে অবস্থান করায় মামলার বিষয়ে তিনি অবগত নন।

অভিযুক্তরা হলেন–শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ও ছাত্রলীগের সিএফসি গ্রুপের অনুসারী মো. শরিফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সিক্সটি নাইনের অনুসারী সাইদুল ইসলাম সাইদ, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী আরিফুল ইসলাম আরিফ, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী এইচটি ইমাম, লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী জজ মিয়া ওরফে মাজহারুল ইসলাম, আইন বিভাগের বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী ইয়াসিন আরাফাত। 

মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমিসহ (বাদী) অন্য সহযোদ্ধারা ক্যাম্পাসে সমন্বয়কের মিছিল–সমাবেশ করেছি। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই (রোববার) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় আমি ও সহযোদ্ধারা মিছিলে জড়ো হয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিচ্ছিলাম। 

ওই সময় বিবাদী গণসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র হাতে হামলা ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আমরা ভয়ে আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যাই। 

এজাহারে আরও বলা হয়, বিবাদীগণ ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ ছাত্রলীগের চিহ্নিত নেতা কর্মী আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। 

এ বিষয়ে বাদী সাব্বির হোসেন রিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ জুলাই চবির জিরো পয়েন্ট এলাকায় আমাদের ওপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতা কর্মী এবং তাদের দোসররা। আমরা চাই এসব অন্যায়ের সুষ্ঠু বিচার হোক। এই লক্ষ্যে আজ হাটহাজারী থানায় মামলা দায়ের করেছি।’ 

তিনি আরও বলেন, বিবাদীদের ঠিকানা সংগ্রহ করতে ব্যস্ত থাকায় এজাহার দায়েরে বিলম্ব হয়।’ পরে আরও কয়েকজনের নাম মামলায় যুক্ত করা হবে বলে জানান তিনি।

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে আরও ৩৯ জন গ্রেপ্তার

গণপিটুনিতে দুই জামায়াত কর্মী নিহত: ৬ দিন পর আ.লীগ নেতা-কর্মীদের আসামি করে মামলা

ঈদের পোশাক কেনা হলো না শিশু আফরোজার, অটোচাপায় মৃত্যু

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন