কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে সালা উদ্দিন লিমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার শহরের নামার চিরিংগার চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে।
লিমন চকরিয়া পৌরসভার নামার চিরিংগার চেয়ারম্যান পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান মুন্সির ছেলে এবং উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করতেন।
লিমনের বড় ভাই সেলিম উদ্দিন লিটন বলেন, ‘দুপুরে বাড়িতে গোসলের পর ফ্যানের সুইচ দিতে গেলে সে বিদ্যুতায়িত হয়। ধারণা করছি, তখন শরীরে ভেজা কাপড় নিয়ে সুইচ দেওয়ায় বিদ্যুতায়িত হয়। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’