আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে ৬ দিন বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বন্দর দিয়ে টানা ৬ দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত টানা ৬ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ ৩ জুলাই সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আহমেদ ভূঁইয়া জানান, টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।