হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ বছর পর সরানো হলো ৯৩ টন অতি দাহ্য রাসায়নিক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।

গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।

কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন