Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ বছর পর সরানো হলো ৯৩ টন অতি দাহ্য রাসায়নিক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১২ বছর পর সরানো হলো ৯৩ টন অতি দাহ্য রাসায়নিক
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।

গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।

কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গতি আনতে তিন কাজ মিলিয়ে একটি প্রকল্প

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না: মাহফুজ আলম

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার