Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। 

মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্লার ছেলে খাইরুল ইসলাম ওরফে কালা আজাদ (৩৫) এবং একই ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন ওরফে পয়েল (২৯)। 

পুলিশের জানায়, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। এর আগে গত সপ্তাহে সুবর্ণচরের শীর্ষ মাদক কারবারি বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে চরজব্বার থানার পুলিশ। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। 

এসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চরজব্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক